১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড “সিডস ফর দ্যা ফিউচার ২০২১ বাংলাদেশ” প্রোগ্রামের ইনাগুরেশন ইভেন্ট এর আয়োজন করে। উক্ত ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শেখ এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মূহাম্মদ ফজলে ইলাহি। এছাড়াও উক্ত ইভেন্টে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এর চীফ এক্সিকিউটিভ অফিসার Zhang Zhengjun উপস্থিত ছিলেন। উক্ত ইভেন্টটির মাধ্যমে সিডস ফর দ্যা ফিউচার ২০২১, বাংলাদেশ চ্যাপ্টারের শুভ সূচনা হয়। প্রতি বছরের ন্যায় এবারও রুয়েট হতে বাছাইকৃত দুই শিক্ষার্থী উক্ত প্রোগ্রামে অংশ নিবে এবং দেশ ও রুয়েটকে গ্লোবালি রিপ্রেজেন্ট করবে। এইবারের প্রোগ্রামে রুয়েট হতে বাছাইকৃত শিক্ষার্থীরা হলেন সিএসই ১৬ সিরিজের নাহিয়ান রিফায়াত এবং সিএসই ১৭ সিরিজের নাজিফা রহমান অধরা।