Event Details

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং ছাত্রকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (০৪ মে) সকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামে Industry-Academia Motivational Speech প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।  শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কী-নোট স্পিকার হিসেবে Industry-Academia Motivational Speech প্রদান করেন PHP Group of Industries এর চেয়ারম্যান ও Honorary Consul of Indonesia এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান। 


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমানের পঞ্চম সন্তান ও পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, 

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমানের হাতে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দেন। 

 .


বার্তা প্রেরক-


উপ-পরিচালক 

জনসংযোগ দপ্তর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়