রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবন, অডিটোরিয়াম, মেডিকেল সেন্টার, লাইব্রেরী ও নিরাপত্তা শাখা ছাড়াও বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখায় স্থাপিত অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-রাজশাহীর একটি প্রতিনিধি দল। আজ সোমবার সকালে প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে এই পর্যবেক্ষণ পরিচালনা করা হয়। এতে সমন্বয় করেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, নিরাপত্তা শাখা ও ইন্সট্রুমেন্ট শাখা। পর্যবেক্ষণ শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি দলটি উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে রুয়েটে স্থাপিত অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।