অনুষ্ঠিত হয়ে গেল হুয়াওয়ে সিডস ফর দ্যা ফিউচার প্রোগ্রাম বাংলাদেশ ২০২০ এর গালা রাউন্ড। বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের বিকাশে এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিত) এবং আইসিটি বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এ কার্যক্রমটি পরিচালিত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট শেন মিংজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও ইউনেস্কো প্রতিনিধি বিয়াট্রিস কালদুন। বিজয়ীদেরকে অনুপ্রেরণা যোগাতে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন এবং হুয়াওয়ে-র অন্যান্য কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বশির আহমেদ। সিডস ফর দ্যা ফিউচার ২০২০ এর বিজয়ীরা হলেন –রাবেয়া তুস সাদিয়া এবং অমিত কর্মকার (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিএসই বিভাগ), আফসারা বেনজির এবং খন্দকার মুশফিকুর রহমান (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিএসই বিভাগ), তাসনিয়া সুলতানা এবং আবদুল্লাহ আল মিরাজ (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইইই বিভাগ), আদিবা তাবাসসুম চৌধুরী এবং আরিফুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়, ইইই বিভাগ), এবং ফারিয়া রহমান এবং ফয়েজ-উল ইসলাম (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইইই বিভাগ)। বিজয়ীদেরকে প্রাণঢালা অভিনন্দন।