অদ্য ১১ই জানুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালমনাইদের উদ্বেগে
'Society of Process Engineers, RUET' (SPER) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সকাল ১১ টায় বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে রুয়েটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উন্মোচন হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে সোসাইটির উদ্বেগে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। পরবর্তীতে সোসাইটির উদ্বেগে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানজুড়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং(সিএফপিই) বিভাগের বিভাগীয় প্রধান ও 'সোসাইটি অফ প্রসেস ইঞ্জিনিয়ার্স, রুয়েট' এর মডারেটর ড. মোহাম্মদ নুরুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্র্র. ড. মো. সেলিম হোসাইন, ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিন প্র্র. ড. মো. এমদাদুল হক এবং কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।