Event Details

10th Year Celebration, Department of Architecture, RUET

আর্কিটেকচার বিভাগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, গত ৮ এবং ৯ মার্চ ২০২৪ তারিখ মহাসমারোহে উদযাপিত হয় উক্ত বিভাগের দশ বছর পূর্তি অনুষ্ঠান। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডঃ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য স্থপতিবৃন্দ ডঃ কাজী আজিজুল মাওলা, উপাচার্য, লিডিং ইউনিভার্সিটি সিলেট, স্থপতি রফিক আজম, প্রধান স্থপতি ও প্রতিষ্ঠাতা স্বাতত্ব আর্কিটেক্টস এবং স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, স্থপতি ও প্রতিষ্ঠাতা, নকশাবিদ আর্কিটেক্টস এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রফেসর ইকবাল মতিন; সিভিল ফ্যাকাল্টির ডীন প্রফেসর ডঃ মোঃ কামরুজ্জামান এবং উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ রবিউল আওয়াল, পরিচালক (ছাত্র কল্যাণ), রুয়েট। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ এস এম জহুরুল ইসলাম।
দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এবং রুয়েট কর্তৃক আয়োজিত বাংলাদেশের স্থাপত্য কলার জনক স্থপতি মাঝহারুল ইসলাম চৌধুরীর স্থাপত্যকর্ম প্রদর্শনী এবং এর পাশাপাশি দেশ বরেণ্য স্থপতিদের কর্ম বিষয়ক একটি সেমিনার সভা। এই সেমিনারে তাদের মূল্যবান গবেষণা ও স্থাপত্যকর্ম বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন ডঃ কাজী আজিজুল মাওলা, স্থপতি রফিক আজম, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।
এছাড়াও এই আয়োজনের অংশ হিসেবে ছিল শিক্ষার্থীদের স্টুডিও প্রজেক্ট নিয়ে প্রকাশিত পুস্তকের মোড়ক উন্মোচন, ব্যাচ ভিত্তিক স্টুডিও প্রজেক্ট প্রদর্শনী, এ্যালামনাই-শিক্ষার্থী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থাপত্যবিদ্যার প্রাঙ্গনে আর্কিটেকচার বিভাগের যাত্রা শুরু হয় ৩০ অক্টোবর, ২০১৩ সালে। উক্ত বিভাগের এক দশক পথ চলার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে আগত অতিথিবৃন্দ, আর্কিটেকচার বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ সকল কর্মচারী এবং রুয়েট কর্তৃপক্ষের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অগ্রণী ভূমিকা পালন করে। গত এক দশকে এই বিভাগের অর্জনের ঝুড়িতে রয়েছে চারটি ব্যাচের বি. আর্ক ডিগ্রী অর্জন সহ বিভিন্ন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম্পিটিশনে অংশগ্রহণ ও অ্যাওয়ার্ড প্রাপ্তি এবং বিভিন্ন গবেষণা কার্য ও প্রকাশনায় সফলতা অর্জনের পাশাপাশি রয়েটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পসমূহের নকশা ও বাস্তবায়নে অংশগ্রহণ। ভবিষ্যতে আর্কিটেকচার বিভাগ, রুয়েট, উত্তরবঙ্গ সহ সারা দেশের স্থাপত্য বিদ্যা-চর্চার অন্যতম একটি প্রতিষ্ঠান হবার লক্ষে এগিয়ে চলেছে।